Pritonia
শুধু বই নয় নতুন বিষয় ও চিরন্তন ভাবনা

‘যারা থানদানি চাষা, তারা বারো বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না। তেমনি যারা জ্ঞানী, অর্থাভাবের মধ্যেও তারা বইয়ের খোঁজে হন্যে হয়ে ঘোরেন।

–ঠাকুর শ্রীরামকৃষ্ণের

অমৃতবাণীকে স্মরণে এনে।

 

 

পাঠক/ক্রেতাদের প্রতি সবিনয় নিবেদন,

প্রিটোনিয়া প্রকাশনাজগতের নভোমণ্ডলে বিরাজমান ব্যতিক্রমী নক্ষত্র। আমাদের প্রকাশিত প্রতিটি গ্রন্থ বিষয় গৌরবে যাবতীয় প্রতিবন্ধকতা ও তাচ্ছিল্যকে অতিক্রম করে এসেছে। প্রকাশনাকে সমুন্নত শিল্পের পর্যায়ে তুলে আনতে আমরা সতত যত্নশীল। আমাদের পুস্তক তালিকায় একবার চোখ বোলান। নিশ্চয় অনুভব করতে পারবেন, সমৃদ্ধ। করবার বহুবিধ সম্পদ নিয়ে অপেক্ষমান এই প্রকাশনা সংস্থা।

ব্যক্তিগত সংগ্রহ অথবা গ্রন্থাগারকে মহার্ঘ করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।

প্রিটোনিয়ার বয়স যা-ই হোক, সে প্রাজ্ঞ। প্রকাশনাভুবনে আবির্ভাব লগ্ন থেকে সে এমন কিছু বৈশিষ্ট্যের অধিকারী, যা তাকে আলাদাভাবে চিনিয়ে দেয়।

প্রিটোনিয়া কোনও লেখক-লেখিকার পূর্বাৰ্জিত যশের দ্বারা প্রভাবিত না হয়ে সন্ধান করে মনোজগতের প্রকৃত কথাশিল্পী এবং সত্যের প্রতি দায়বদ্ধ সদা-সংশয়ী দ্রষ্টা ও স্রষ্টা গবেষককে। তাই এমন অন্তলীন ক্রিয়াশীলতায় পুষ্ট এই প্রকাশন সংস্থা অদ্যাবধি যত প্রকারের যতগুলি বই প্রকাশ করেছে, সবগুলিই মেধা মনন ও বিশ্লেষণের সমাবেশে অনন্য।

তাই অনুরোধ, এত দিনের ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে খ্যাতি-অখ্যাতির টানাপোড়েনে আক্রান্ত না হয়ে প্রিটোনিয়ার প্রতিটি গ্রন্থকে আত্মস্থ করুন। তখন সংশ্লিষ্ট গ্রন্থাগারের মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত সংগ্রহও হবে মর্যাদাসূচক ও সমৃদ্ধ।

প্রকাশক

 

'Those who are clan farmers, they do not leave the farm for twelve years despite the drought. Likewise, those who are wise, even in the midst of paucity, seek books.

-Thakur Sri Ramakrishna's Amritabani.

Dear Readers / Buyers,

Exceptional stars in the heavens of the Pretonia publications, every book published by us has overcome all obstacles and turbulence in glory. We are always careful to bring publishing up to the level of uplifted industry. Let us look once in our book list. Sure, you can feel rich. The publishing company is waiting for the various resources to do so.

Whatever the age of Pritonia, she is a wise person. From the first publication, she possesses features that make her know differently.

Pritonia is a real writer and psychologist who is responsible for the truth, creator and researcher who is not influenced by the predisposition of a writer. Books published by the publishing body of this publication, which is naturally in the core of the brain, is unique in the gathering of ideas and analysis.

Requesting to come out of the surroundings so long, do not get affected by fame and misery, make every book of Pritonia deceive. Then the respective libraries will increase and your personal collection will be dignified and rich.

- Publisher -